দুর্ঘটনার ৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

- Advertisement -

রোববার (২৯ আগস্ট) ৯টা ১৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।

- Advertisement -google news follower

এর আগে শনিবার (২৮ আগস্ট) রাত দুইটায় কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। আহত দুই একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

এদিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাস গুপ্তকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM