স্বপ্নের মেট্রোরেলের ট্রায়াল রান উদ্বোধন

ঢাকাকে যানজটমুক্ত করে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রোরেল যা রোববার অনেকটাই বাস্তবে রূপ নিয়েছে। প্রথবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত আনুষ্ঠানিক ট্রায়াল হয়েছে মেট্রোরেলের।

- Advertisement -

রোববার (২৯ আগস্ট) উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোয় পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

- Advertisement -google news follower

এর আগে শুক্রবার ৬টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক-পরীক্ষামূলক যাত্রা করে মেট্রোরেল। এর আগে কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে শুরু করে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রোববার চলবে ট্রেন।

বর্তমানে মেট্রোরেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। গত ১২ মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। এরপরপরই আগাঁরগাও থেকে মতিঝিল। আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে।

- Advertisement -islamibank

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রোরেলে প্রতিটি সেটে থাকবে ৪টি যাত্রীবাহী কোচ, দুই দিকে দুই ইঞ্জিন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM