‘জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের মোকাবেলা করতে প্রতিটি স্তরের আওয়ামী নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। আমরা দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের শেষ চাই।’
বুধবার (১০ অক্টোবর) দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তারা একথা বলেন।
নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় নগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে চিরতরে নিঃশেষ করার আয়োজন। তারেক রহমানসহ ষড়যন্ত্রকারীরা চেয়েছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করে এদেশকে স্বাধীনতাবিরোধীদের হাতে তুলে দিতে। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
জয়নিউজ/জুলফিকার