চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র সাদা বাঘ শুভ্রার বাচ্চা হয়েছে। গত ২৬ আগস্ট বাঘটি বাচ্চার জন্ম দিয়েছে। তবে মেয়ে বাচ্চাটির রঙ সাদা হয়নি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চিড়িয়াখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ খবর জানায়।
চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন বলেন, চিড়িয়াখানার সাদা বাঘ শুভ্রার একটি বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটিকে মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়েছে। আমরা বাচ্চাটিকে লালন পালন করছি।
২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়েসী একটি বাঘ ও বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেগুলোর নাম দেয়া হয়েছিল রাজ ও পরী।
২০১৮ সালের ১৯ জুলাই তাদের তিনটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ছানা ২০ জুলাই মারা যায়। বেঁচে থাকা দুটি ছানার মধ্যে একটি কমলা-কালো ডোরাকাটা আর অন্যটি সাদা-কালো।
সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেয়া হয়েছিল ‘শুভ্রা’। বলা হয়, শুভ্রাই দেশের প্রথম সাদা বাঘ। এনিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১০-এ।
জয়নিউজ/পিডি