চিড়িয়াখানায় মেয়ে হয়েছে শুভ্রার

চট্টগ্রাম চিড়িয়াখানায় একমাত্র সাদা বাঘ শুভ্রার বাচ্চা হয়েছে। গত ২৬ আগস্ট বাঘটি বাচ্চার জন্ম দিয়েছে। তবে মেয়ে বাচ্চাটির রঙ সাদা হয়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)  চিড়িয়াখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ খবর জানায়।

- Advertisement -google news follower

চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন বলেন, চিড়িয়াখানার সাদা বাঘ শুভ্রার একটি বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটিকে মায়ের কাছ থেকে আলাদা রাখা হয়েছে। আমরা বাচ্চাটিকে লালন পালন করছি।

চিড়িয়াখানায় মেয়ে হয়েছে শুভ্রার
বাঘিনী শুভ্রা

২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়েসী একটি বাঘ ও বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেগুলোর নাম দেয়া হয়েছিল রাজ ও পরী।

- Advertisement -islamibank

২০১৮ সালের ১৯ জুলাই তাদের তিনটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ছানা ২০ জুলাই মারা যায়। বেঁচে থাকা দুটি ছানার মধ্যে একটি কমলা-কালো ডোরাকাটা আর অন্যটি সাদা-কালো।

সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেয়া হয়েছিল ‘শুভ্রা’। বলা হয়, শুভ্রাই দেশের প্রথম সাদা বাঘ। এনিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১০-এ।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM