চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২৩৫ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এ তথ্য পাওয়া যায়। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগর এলাকা এবং ৩৪ জন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায় (১৪ জন)। এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনা পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।