হৃদয়ে হৃদয় মেলে
খুলে যায় দ্বার
তুমি তার বাসনা কিছু জানো ?
সে কিভাবে , কতটুকু চায় ?
কতটুকু ছেড়ে দিলে কতটুকু পায়
ভাবে কি সে ? কিছু কি সে
ভেবেছে কখনো ?
সূর্যের মতো ঘুরেছে সে
হৃদয়ের পায়ে পায়ে
তাকে তুমি সাথে রাখো
ছেড়ে যাও , অথবা দেখো না ফিরে,
দেখো না কখনো
সে থেকে যায় , নিভৃতে , অলক্ষ্যে
নিরালায় সে আলো জ্বলে ভালো
তুমি হাত ছেড়ে যেতে যেতে
কতদূর গেলে ?
দেখা যায় সেখানে পুরোনো সন্ধে
আমাদের চেনাচেনি ?
অথবা এগিয়ে গিয়েছ আরো
আমার ছায়াটুকু নেই যে
আলোর বৃত্তে
আমি স্থিরতায় আস্থা রাখি
বটের শিকড় চারিয়ে গেছে
পায়ের কোন সে নীচে
তুমি ঘুরে ঘুরে কতদূরে
যেতে পারো , কত দূরে
তোমার নিস্তার প্রিয়
একাকী নির্জনতায়
আমিও তো দেখি।
এলা বোস: কবি ও সংস্কৃতিকর্মী