চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন সংক্রমণের হার এক দশমিক ৪৩ শতাংশ। এদিন করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো এক হাজার ২৯৬ জন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায় চট্টগ্রামে ১ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১২ নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম কলেজ ল্যাবে ১৮৫ নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।
নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন নগর এবং ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/পিডি