সকল পেশার দক্ষতা উন্নয়নে সহযোগিতা করতে চায় ভারত

৫৭ তম আইটেক ডে-২০২১ উপলক্ষে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম চট্টগ্রামে ইন্ডিয়ান টেকনিকাল এন্ড ইকনোমিক কো-অপরেশন ডে  পালন করা হয়।

- Advertisement -

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

এতে সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী বলেন, ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইন্সটিটিউটে প্রশিক্ষন কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে।

তিনি আরো বলেন, কোভিড পরিস্থিতির কারণে গত বছর ই-আইটেক কোর্সের মাধ্যমে অনেক বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে।

- Advertisement -islamibank

এটাচি  মনিষ সিং এর সন্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী উদত ঝাসহ আইটেক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পিডি

KSRM
  • আরো পড়ুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM