নিরাপত্তার অভাব অজুহাত দেখিয়ে ২০১৬ সালে বাংলাদেশ সফর বয়কট করেছিলেন অ্যালেক্স হেলস। সেই অ্যালেক্স হেলসই দুই বছর বাদে বাংলাদেশে এসে খেলার জন্য রাজী হয়েছেন। আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। চুক্তি সেরেছেন ইংলিশ এই ওপেনার। গুঞ্জন রয়েছে রংপুর রাইডার্স দলে টানছে এবি ডি ভিলিয়ার্সকেও। তবে ভিলিয়ার্সকে দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটিকে খরচ করতে হচ্ছে বিপুল অঙ্কের টাকা।
রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক জানান, ‘ আমরা আসন্ন বিপিএলের আসরে খেলার জন্য অ্যালেক্স হেলসের সঙ্গে চুক্তি করেছি। আমরা আশা করছি পুরো টুর্নামেন্ট জুড়েই তাঁকে পাবো।’
আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন অ্যালেক্স হেলস। সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হিসাবে আছেন টম মুডি। রংপুর রাইডার্সের কোচও তিনি। রংপুর ও হেলসের চুক্তিতে অবদান আছে টম মুডির।
এবি ডি ভিলিয়ার্সকে দলে টানার চেষ্টায় আছে রংপুর। চুক্তি কার্যকর হলেও অবশ্য ভিলিয়ার্সকে ৭ থেকে ৯ ম্যাচ পাবে ফ্র্যঞ্চাইজিটি। গুঞ্জন রয়েছে ভিলিয়ার্সকে দলে পেতে ম্যাচ প্রতি ৫০,০০০ ইউএস ডলার খরচ করতে প্রস্তুত রংপুর রাইডার্স। শেষমেশ ব্যাটে-বলে মিলে গেলে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসবেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স।
জয়নিউজ/শহীদ