চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। এনিয়ে জেলায় মোট আক্রান্ত এক লাখ ১ হাজার ৭৫২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২ জন।
শুক্রবার (১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায় এদিন আটটি ল্যাবে ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষায় ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছে।
বেসরকারি ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ২ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, মেডিক্যাল সেন্টার ল্যাব, ল্যাব এইডে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। করা হয়নি অ্যান্টিজেন টেস্টও।
নতুন আক্রন্তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২৩ জন ও বাকি ৫ জন বিভিন্ন উপজেলার।
জয়নিউজ/হিমেল/পিডি