পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা ব্যানার্জিকে ভবানীপুরের উপ নির্বাচনে জিততেই হবে। তবে এ উপ-নির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই এখন তৃণমূল শিবিরের।
তবে, তৃণমূলের চিন্তা শুধু ব্যবধানের অঙ্কটা নিয়ে। উপ-নির্বাচনে কম মানুষ ভোট দিতে আসে, এটা জেনেই তৃণমূল এবার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ডাকে। গত বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সে দিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে মমতার দলকে।
পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা। জানা গেছে, ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হতেই ভবানীপুরে এগিয়ে যান মমতা। মোট ২১ রাউন্ড গণনা হবে। প্রথম রাউন্ডের গণনা শুরু হতেই ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে মমতা। ইভিএম গণনার দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে যান মমতা।
জয়নিউজ/পিডি