ভারতে গাড়ি চাপায় কৃষক হত্যা, মন্ত্রীপুত্র গ্রেফতার

ভারতের উত্তর প্রদেশের লাখিমপুরে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যার অভিযোগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, কৃষক নিহতের ঘটনার পর থেকেই ভারতের বিরোধী দলগুলো থেকে আশিসকে গ্রেপ্তারে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছিল।

- Advertisement -google news follower

শনিবার( ৯ অক্টোবর) রাত ১১টায় আশিসকে গ্রেফতার করা হয়।

ভারতীয় পুলিশের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, জিজ্ঞাসাবাদে আশিসের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -islamibank

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ১০ মাস ধরে আন্দোলন-বিক্ষোভ করে আসছেন কৃষকরা। আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার( ৩ অক্টোবর) রাজ্যের লাখিমপুর খেরি জেলা সফরে যান দুই মন্ত্রী।

এ সময় তাদের সফর ঠেকাতে সেখানে জড়ো হন শত শত বিক্ষুব্ধ কৃষক। একপর্যায়ে মন্ত্রীদের গাড়িবহর তাদের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে ওই এলাকায় বিভিন্ন গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

গাড়িবহরে থাকা একটি গাড়িতে মন্ত্রীপুত্রও ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সহিংসতায় নিজের পুত্রের জড়িত থাকার কথা অস্বীকার করেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র।

বিক্ষুব্ধ কৃষকরা তিন বিজেপি কর্মী এবং এক গাড়িচালককে পিটিয়ে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি। তবে, কৃষক ইউনিয়নের নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়ির নিচে চাপা পড়েই চার কৃষকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM