আজ বিজয়া দশমী: মর্ত্য ছেড়ে দেবী যাবেন কৈলাসে

শুভ বিজয়া দশমী আজ। ঢাকের কাঠির বিদায়ের সুরে প্রতিমা নিরঞ্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে শুক্রবার (১৪ অক্টোবর)।

- Advertisement -

শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে তাই আজ বিদায়ের সুর, ভক্তদের মনে বিসর্জনের ব্যথা। আজ যে মা মর্ত্য ছেড়ে চলে যাবেন কৈলাসে।

- Advertisement -google news follower

চট্টেশ্বরী কালি বাড়ির সেবায়েত দেবু প্রসাদ চক্রবর্তী বলেন, সকাল ৭টা থেকে শুরু করে ৮টা ৫১ মিনিটের মধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়। পূজা শেষে দেওয়া হয়েছে শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও দর্পণ ঘট বিসর্জন। এরপর দুপুর থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন।

এদিকে বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। তাছাড়া সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM