মাগুরা সদর উপজেলার ৮নং জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগদল গ্রামে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- জগদল গ্রামের হলেন লুৎফল রহমান মোল্লার ছেলে ইমরান মোল্লা (২৫), ফজলে করিম মোল্লার ছেলে রহমান মোল্লা (৫৫), শাহাবাজ উদ্দিনের ছেলে কবির হোসেন মোল্লা (৫০) ও তার আরেক ছেলে সবুর হোসেন মোল্লা (৫২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাগুরা সদরের জগদল ইউনিয়নের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৗকা প্রতীকে আর সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উভয় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আজ বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পক্ষ দেশী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। পুলিশ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদের কয়েকে জনের অবস্থা আশঙ্কাজনক। দুই জনক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, চার জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।