কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বৈরী আবহাওয়ার কারণে আটকেপড়া তিন শতাধিক পর্যটক টেকনাফ ফিরছে।
আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে ট্রলারে করে ঝুঁকি নিয়ে টেকনাফ ফিরছে এসব পর্যটক।
এর আগে সাগরে লঘুচাপের কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে দুই দিন ধরে আটকা পড়ে তিন শতাধিক পর্যটক। তারা গত শনিবার ট্রলারে করে দ্বীপে বেড়াতে যায়। সাগর উত্তাল থাকায় এবং স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় গতকালও কোনো ট্রলার দ্বীপ থেকে ছেড়ে যায়নি।
আজ মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রলারে করে টেকনাফে উদ্দেশে রওনা দেন আটকেপড়া পর্যটকরা। দুপুর ১টার দিকে টেকনাফ পৌঁছার কথা রয়েছে তাদের।
আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
জয়নিউজ/পিডি