উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল সকাল থেকে পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী দ্বীপচর ও নিচু এলাকায়। তলিয়ে গেছে এসব এলাকার রোপণকৃত ধান, আগাম আলু, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
এদিকে, তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষজন।
আশঙ্কা করা হচ্ছে বন্যার কবলে পড়বে লালমনিরহাটের ৪ উপজেলার কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার পরিবার।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, আমরা খোঁজখবর রাখছি। যেকোনো পরিস্থিতি সামলে নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
জয়নিউজ/পিডি