কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বালুখালী ২ এর মো. ইদ্রীস (৩২), বালুখালী ১ এর ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প-১৮, ব্লক-এইস ৫২ এর আজিজুল হক (২৬) ও মো. আমীন (৩২)।
এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনার পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী অপরাধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমকে বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো জানা যায়নি। সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জয়নিউজ/পিডি