নগরের জেএমসেন হলে দুর্গাপূজার মণ্ডপে হামলার চেষ্টায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এন এম নাছির উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ এবং বায়েজিদ থানার আহ্বায়ক ডা. রাসেল।
পুলিশ জানায়, জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার চেষ্টার সময় ধারণকৃত ছবি এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাদের শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরা শিবিরের সাবেক নেতা। এদের মধ্যে হামলার পরিকল্পনাকারী, নেতৃত্বদাতাও আছে।
অভিযানে মিজান ও ইমনকে চকবাজার এলাকা থেকে, নাছিরকে টেরিবাজার এলাকা থেকে এবং রাসেলকে ষোলশহর ২ নম্বর গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন গণমাধ্যমকে বলেন, রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
জয়নিউজ/হিমেল/পিডি