সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। দুই পক্ষ স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছে।
ছাদাহা ইউনিয়ন চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, বর পক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কনে পক্ষ খাবার সরবরাহ করতে পারেনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। ঘটনার পর দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।