পড়াশোনা করতে চাপ দেওয়ায় শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন এক কিশোরী। এ সময় স্থানীয় লোকজন তাকে আটকে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়।
সোমবার (১ নবেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি হাটহাজারীর গড়দুয়ারায়। তবে তারা পাঁচলাইশের উর্দুকলোনী এলাকায় বসবাস করে আসছিলেন এবং কিশোরী কাপাসগোলা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী পড়াশোনা বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করতে চাইলে মা-বাবা তাকে বকাঝকা করে পড়াশোনা করতে চাপ দেয়। এ নিয়ে ওই কিশোরীর সাথে বাবা-মার তর্কাতর্কি হলে সোমবার বিকেলে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে সেতুতে বেড়াতে আসা লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে কিশোরীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মা-বাবার হাতে তুলে দেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমরা ওই কিশোরীকে উদ্ধার করে থানায় এনেছি। পড়াশোনা করতে বলায় সে আত্মহত্যা করতে চেয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাবা-মার হাতে তুলে দেওয়া হয়েছে।