নগরের বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের ‘ফাটল’ পরিদর্শন করেছেন চসিকের একটি বিশেষজ্ঞ দল।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ওই পরিদর্শন দলের সদস্যরা সেখানে পরিদর্শনে যান।
তিন সদস্যের ওই বিশেষজ্ঞ দলে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
পরে চসিকের প্রধান প্রকৌশলী গণমাধ্যমকে জানান, সরেজমিন র্যাম্পটি আমরা পরিদর্শন করেছি । এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
চাদগাঁওমুখী ওই র্যাম্প দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধে ইতিমধ্যে ব্যারিয়ার গেট স্থাপন করা হয়েছে। শিগগির যানবাহন চলাচলের জন্য র্যাম্পটি খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।
জয়নিউজ/পিডি