দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৯ জন, যা গতকাল (১ নভেম্বর) ছিল ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। গতকাল ২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ২২৯ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জন। মারা যাওয়া তিন জনকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ২৭ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১১ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৪৮টি এবং পরীক্ষা হয়েছে ২০ হাজার ৩১টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ৮৯ হাজার ৬৩৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৪১ হাজার ৫৬৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ৪৮ হাজার ৬৬টি।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই নারী। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৪২ জন এবং নারী মারা গেলেন ১০ হাজার ৩১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন দুই জন।
মারা যাওয়া তিন জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন দুই জন এবং চট্টগ্রাম বিভাগে রয়েছেন একজন।
অধিদফতরের তথ্যানুযায়ী, তিন জনের মধ্যে দুজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।