টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে এই গুরুত্বহীন ম্যাচ আবার গুরুত্বপূর্ণও বটে টাইগারদের! অজিদের বিপক্ষে জিতলে একে তো মুখ রক্ষা হবে, অন্যদিকে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
মানরক্ষার এই ম্যাচে বাংলাদেশ এ ম্যাচ জিতলে র্যাংকিংয়ে সাতে চলে আসবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। আর হেরে গেলে থাকবে নবম স্থানেই।
তবে পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার শর্ত হলো, ফাইনালে খেলা দুই দল ছাড়া ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে সেরা ছয়ে থাকতেই হবে। অবশ্য হেরে গেলেও একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে। তাহলেই আটে থেকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ।
জয়নিউজ/পিডি