নাইজারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মালির সীমান্তবর্তী অঞ্চলে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক মেয়রসহ ৬৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে নাইজার সরকার।
বিবিসি জানায়, মঙ্গলবার মালির সীমান্তঘেষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত একটি প্রতিনিধি দলের ওপর হামলা করে বন্দুকধারীরা।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, হামলার পর ১৫ জন জীবিত ফিরে আসতে পেরেছেন এবং এ ঘটনার পর সেখানে তল্লাশি অভিযান চলছে।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও হামলার স্থানটি ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর স্থানীয় সহযোগীরা নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে বিবিসি।
নাইজারের জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নিরাপত্তা বাহিনী। তবে চলতি বছর স্থানীয় জাতিগত সংঘাতের ও দ্বন্দ্বের মধ্যে ক্রমশ বেশি করে জড়িয়ে পড়ছে। যার ফলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও বেশি সহিংসতা দেখা দিয়েছে।
জয়নিউজ/পিডি