ডিজেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ধর্মঘট নিরসনে বাস-ট্রাক ও লঞ্চ মালিকদের সঙ্গে পৃথক বৈঠকে বসছে সরকার।
রোববার (৭ নভেম্বর) তেজগাঁওয়ে বিআরটিএতে পরিবহন মালিকদের সঙ্গে সরকারের বৈঠক রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবও থাকতে পারেন।
গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস-ট্রাক এবং শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জয়নিউজ/পিডি