প্রায় ১২ দিন পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্প। রোববার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে র্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গঠিত তদন্ত কমিটি ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের পিলারে ফাটল বা স্ট্রাকচারালি কোনো সমস্যা নেই জানানোর দুদিন পর র্যাম্প উন্মুক্ত করে চসিক।
চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফ্লাইওভারে কালুরঘাটমুখী র্যাম্প গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভারী গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য র্যাম্পের মুখে তিনটি ব্যারিয়ার বসানো হয়েছে। ব্যারিয়ারগুলোর উচ্চতা আট ফুট। র্যাম্প দিয়ে হালকা ও মাঝারি ধরনের গাড়ি চলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ‘ফাটল’ দেখা গেছে একথা ছড়িয়ে পড়লে পিলার পরীক্ষার জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছিলাম। তারা প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্লাইওভারের পিলারে ফাটল নেই। তারপরেই আমরা র্যাম্পটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করেছি।’