দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার টিকার আওতায় আনা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার।
এ সময় তিনি জানান, ৫০০ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষকে টিকার আওতায় আনার কাজ করা হচ্ছে।
গণজাগরণ হিজড়া শ্রমজীবী সমাবায় সমিতি থেকে ৩৪০ জনের তালিকা দেওয়া হয়েছে। এই তালিকার পাশাপাশি অন্য কেউ আসলে তাদেরও টিকা দেওয়া হবে।
এদিকে টিকা নিতে পেরে খুশি সমাজের এসব অবহেলিত মানুষগুলো। এর জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তবে টিকাদান কার্যক্রম শুরু হলে বুথ কম থাকায় লাইনে হুড়োহুড়ি সৃষ্টি হয়।
জয়নিউজ/পিডি