শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশী করে ৩৫ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা সোহেল নামে এক যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়। আটক সোহেল দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ওই যাত্রী বিমান থেকে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হলে শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তার যৌথভাবে তার লাগেজ তল্লাশী করে। এসময় লাগেজের ভিতর থেকে ৩৫ স্বর্ণের বারসহ বেশকিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ৪ কেজি ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
জয়নিউজ/পিডি