টেস্ট খেলতে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল।

- Advertisement -

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দু’দলই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সন্ধ্যা ৫টায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে পৌঁছায় দু’দল।

- Advertisement -google news follower

আগামী ২৪ ও ২৫ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে উভয় দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর টেস্ট ম্যাচ হবে। ম্যাচ শেষে আগামী ১ ডিসেম্বর দুই দল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

প্রথম টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

- Advertisement -islamibank

পাকিস্তানের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আবিদ আলী, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ নেওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ এবং শাহিন শাহ আফ্রিদি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM