চট্টগ্রামে পাকিস্তান দলের অনুশীলন শেষ হওয়ার আগেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রবেশ করেন মুশফিকুর রহিম। দলীয় অনুশীলন শুরুর এক ঘণ্টা আগে মাঠে এসে করেন ব্যাটিং অনুশীলন।
মুশফিক নেটে তিনজন থ্রোয়ারকে সামলান সাবলীলভাবে। প্রায় ৩০ মিনিট ধরে চলে তার ব্যাটিংসেশন। নতুন-পুরনো-কিছুটা পুরনো বলে ব্যাটিং করেন মুশফিক। বোঝা যাচ্ছিল বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরির মালিক।
ব্যাটিং ও হালকা ব্যায়াম সেরে মুশফিক ফুরফুরে মেজাজে চলে যান মাঝ মাঠে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন ম্যাচের উইকেট। পরে যোগ দেন দলীয় অনুশীলনে। যেখানে শুরুতে মুশফিক করেন ফিল্ডিং অনুশীলন।
অন্যপ্রান্তে লিটন দাস কিপিং অনুশীলন করেন আরেক কিপার নুরুল হাসান সোহানের সাহায্য নিয়ে। তাতে স্পষ্ট হয়ে ওঠে প্রথম টেস্টে লিটনের হাতেই উঠতে চলেছে কিপিং গ্লাভস।
শুক্রবার (২৬ নভেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্টের লড়াই। পুরো দল নিয়ে বুধবারই লাল বলের প্রথম অনুশীলন করল স্বাগতিক ও সফরকারী দল। পাকিস্তান সকালে আর দুপুরে অনুশীলন করে বাংলাদেশ।