কুতুবদিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত : আশি হেক্টর জমির ফসল নষ্ট 

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় আশি হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

- Advertisement -

কুতুবদিয়া কৃষি অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় “তিতলির” প্রভাবে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালের জোয়ারে কুতুবদিয়া উপকূলের নিম্নাঞ্চল সাগরের নোনা জলে প্লাবিত হলে আমন ফসল ও আগাম শীতকালীন শাকসবজির বীজতলা তলিয়ে যায়।

- Advertisement -google news follower

কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে চলতি মৌসুমে ৩৮৫০ হেক্টর আমন চাষ হচ্ছে। এরমধ্যে ৫০ হেক্টর আমন ফসল নোনা জলে প্লাবিত হয়েছে। এছাড়াও ২৫০ হেক্টর শীতকালীন শাকসবজির মধ্যে ৩০ হেক্টর বীজতলা তলিয়ে গেছে। এসব চাষাবাদের সাথে দ্বীপের তিন হাজার কৃষক জড়িত। এতে প্রান্তিক কৃষকদের প্রায় কোটি টাকার সমপরিমাণ ফসলের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ারা বেগম বলেন, কুতুবদিয়া উপকূল রক্ষা বেড়িবাঁধের ২১ কিলোমিটার ভাঙ্গা থাকায় ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা ৩/৪ ফুট বৃদ্ধি পাওয়ায় নোনা জল লোকালয়ে ঢুকে ফসলি জমি ও শীতকালীন শাকসবজির বীজতলা প্লাবিত হয়। এতে কৃষকদের চরম ক্ষতি হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM