রাঙামাটিতে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গার কিচিং আদম এলাকায় প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের নেতা আবিষ্কার চাকমা (৪০) নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবিষ্কার বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, আবিষ্কার চাকমা  জনসংহতি সমিতির(সন্তু) সশস্ত্র নেতা হিসেবে এলাকায় পরিচিত। আগে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা জেলার লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িতে পালন করছিলেন। আধিপত্যের জেরেই প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ গণমাধ্যমকে জানান,, ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে পুলিশ পৌঁছেছে। নিহতের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM