মাত্র ৫ টাকা বাড়তি ভাড়া না দেওয়ায় স্কুল শিক্ষকক রহমত উল্লাহ চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে র্যাব।
এই ঘটনায় তিনজনকে আটকের পর মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদগাও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ।
এসময় তিনি জানান, সোমবার দিনভর অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ ও কোতোয়ালি থেকে তাদের আটক করা হয়। তারা তিনজনই মাদকাসক্ত। তারা যে বাসটি চালাচ্ছিল সেটিরও ফিটসেন ছিল না।
গত শনিবার সকালে ওই শিক্ষক নগরের অক্সিজেন থেকে কোতোয়ালি যাওয়ার উদ্দেশ্যে সৌরভ পরিবহনের বাসে উঠে। নির্ধারিত ভাড়া ১৫ টাকা ভাড়া হলেও তার কাছে ২০ টাকা দাবি করে বাস সহকারি। এই নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ওই শিক্ষককে স্টেশন রোড এলাকায় বাস থেকে ফেলে দেওয়া হয়। এসময় তার হাত, পা ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত মো. রহমত উল্লাহ পাঁচলাইশ থানার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এই ঘটনায় আহত শিক্ষকের ছোট ভাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এ কর্মর্তা।
জয়নিউজ/পিডি