মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৭৬ বছর বয়সী নেতার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি এবং সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে। সু চির বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।
সু চিকে ভিন্নমত উসকে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
মিয়ানমারে গত ফেব্রুয়ারি থেকে গৃহবন্দী আছেন সু চি। দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনায় তার নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয় এবং নেতাদের আটক করা হয়।
এদিকে দেশটির দুই নেতার এ শাস্তির তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ক্যাম্পেইনের ডেপুটি আঞ্চলিক পরিচালক মিং ইউ হাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, বানোয়াট অভিযোগে অং সান সু চিকে কঠোর সাজা দেওয়া হয়েছে। ফলে মিয়ানমারের সব বিরোধিতা রয়ে গেল এবং স্বাধীনতার শ্বাসরোধ করা হলো।
জয়নিউজ/পিডি