কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর বেনির একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
শনিবার (২৫ ডিসেম্বর) এ হামলার সময় রেস্তোরাঁটির ভেতর শিশুসহ ৩০ জন লোক বড়দিন উদযাপন করছিলেন। বিবিসি জানিয়েছে, ওই সময় হামলাকারী রেস্তোরাঁয় ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। তাৎক্ষণিকভাবে তিনি রেস্তোরাঁর প্রবেশপথে নিজেকে উড়িয়ে দেন। হত্যা করেন আরও ৫ জনকে।
প্রাণঘাতী এই হামলার জন্য দেশটির কর্মকর্তারা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছেন। কিন্তু কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে বেনিতে ইসলামপন্থি জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জয়নিউজ/পিডি