ভারতে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের একটি জঙ্গলে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জন মাওবাদী দলের সদস্য নিহত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৭ ডিসেম্বর) ছত্তিশগড়ের সুকমা জেলায় স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

- Advertisement -google news follower

এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দুই বিশেষ বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ছয়জন মাওবাদী। এরমধ্যে চারজনই ছিলেন নারী।

ছত্তিশগড়ের সুকমা জেলার বিভিন্ন স্থানে মাওবাদীদের মোট পাঁচটি দল কাজ করছে। গত ছয় মাসে, নিরাপত্তা বাহিনী কেরলাপাল এবং কোন্টা এলাকার মাওবাদী দলের কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণে সফল হয়েছে। এই এলাকা থেকে মাওবাদীদের সম্পূর্ণ প্রতিহত না করা পর্যন্ত এই অভিযান চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM