চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৩৩ জন।
এদিনও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৩২ জন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ১ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের ১০ ল্যাবে ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রামের মেডিকেল কলেজ ল্যাবে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া অ্যান্টিজেন টেস্টে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ১৩ জন মহানগর এলাকার ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি