সীমান্তে ভারতের হামলায় নিহত এক পাকিস্তানি সেনার মরদেহ নিয়ে যেতে দেশটির সামরিক বাহিনীকে বলেছে ভারতীয় সেনাবাহিনী।
রোববার (২ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের খুপওয়ারায় কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গোলায় তিনি নিহত হন।
২৮ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল এএস পেন্ডারকার বলেন, কেরান সেক্টরে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল অনুপ্রবেশ চেষ্টা করলে আমরা দ্রুত পদক্ষেপ নিই।
এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাবির মালিক। তিনি পাকিস্তানি সীমান্ত অ্যাকশন টিমের সদস্য।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অনুপ্রবেশ চেষ্টা শনাক্ত করা হয়েছে। পরে অতর্কিত হামলা চালিয়ে অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। মরদেহের সঙ্গে একটি একে রাইফেল, গোলাবারুদ ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।
ভারতীয় এই সেনা কর্মকর্তা অভিযোগ করে বলে , এটি পরিষ্কার যে পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছে। আমাদের পক্ষ থেকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ফেরত নিতে তাদের বলা হয়েছে।
জয়নিউজ/পিডি