ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়।
এতে লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ছিল। এতে যোগ দিতে মিছিল নিয়ে আসেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাবির কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর ঢাকা কলেজ ছাত্রলীগের একটা মিছিল জসীম উদদীন হলের দাঁড়ানোর জায়গায় চলে আসে। ঢাকা কলেজের নেতাকর্মীদের সরে যেতে বলেন জসীম উদদীন হল শাখার নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় আহত হন লেখক ভট্টাচার্য। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।
আহত অপর নেতাকর্মীরা হলেন— জুবায়ের, মাহবুব, শিমুল, জহির, অপু, রোমান, গালিব, সালমান-১, সালমান-২, আলামিন, আবু, সুমন, শিশির খান ও নোমান। তাদের মধ্যে চারজন মাথায় আঘাত পেয়েছেন।
ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন হাসপাতালে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।