ইউপি নির্বাচন: চট্টগ্রামের ৩ উপজেলায় নৌকার জয়জয়কার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ২৪ ইউনিয়নের ১৮টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এছাড়া আনোয়ারা বটতলীতে আইনি জটিলতায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

- Advertisement -

বুধবার (৫ জানুয়ারি) ভোট গণনা শেষে ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা করেন।

- Advertisement -google news follower

আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়নে জয়ী প্রার্থীরা হলেন: আনোয়ারা সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কলিম উদ্দিন। বারশত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম।

এছাড়া রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী আমিন শরীফ নির্বাচিত হয়েছেন।

- Advertisement -islamibank

এ উপজেলার ৩ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন: বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

অন্যদিকে চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন: ধোপাছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুল আলিম, হাশিমপুর ইউনিয়নে নৌকার প্রার্থী খোরশেদ বিন ইছহাক, বৈলতলি ইউনিয়নে নৌকার প্রার্থী এস এম সায়েম, জোয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন আহম্মদ চৌধুরী রোকন নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, কাঞ্চননগর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর, বরমা ইউনিয়নে ঘোড়া প্রতীকে খোরশেদ আলম টিটু এবং বরকল ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুর রহিম।

বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন: আমুচিয়ায় আওয়ামী লীগের প্রার্থী কাজল দে, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউনয়নে আওয়ামী লীগের প্রার্থী সামশুল আলম, শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল মান্নান, সারোয়াতলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস এম জসিম উদ্দিন ও আহলা করলডেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হামিদুল হক নির্বাচিত হয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM