চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বাড়ল তিনগুণ

চট্টগ্রামে নতুন বছরের শুরু থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বেশকিছুদিন করোনা সংক্রমণ এক শতাংশের নিচে থাকলেও তা বেড়েছে কয়েকগুণ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪১ শতাংশ। যা প্রায় আগের তুলনায় ৩ গুণ বেশি। এনিয়ে মোট মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯০৪ জন।

- Advertisement -

এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জন।

- Advertisement -google news follower

শুক্রবার (৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

বেসরকারি অ্যান্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ৭৪ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM