শনিবার থেকে বাড়ছে তেলের দাম, অস্থির সবজির বাজারও

নতুন বছরের প্রথম সপ্তাহে সবজির সরবরাহ ভালো থাকলেও  কমেনি সবজির দাম। এদিকে আমদানির ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে  শনিবার থেকে ৮ টাকা বাড়তে চলেছে তেলের দাম।

- Advertisement -

শুক্রবার (৭ জানুয়ারি) নগরের  রিয়াউদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

- Advertisement -google news follower

বাজারে প্রতিকেজি গাজর ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা,  পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে নাজিরশাইল চালের ৭০ টাকা, মিনিকেট  ৬৩ থেকে ৬৪ টাকা, আটাশ চাল ৫১ থেকে ৫২ টাকা।

- Advertisement -islamibank

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৭০ টাকা, দেশি মুরগি ৪শ থেকে ৪৫০, লেয়ার ২৫০ ও সোনালি মুরগি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে

মাছের বাজারে প্রতিকেজি রুই ২৮০ টাকা, কাতল ৩০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৬৫০ টাকা, রূপচাঁদা ১২শ টাকাং বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM