চট্টগ্রামে করোনা আক্রান্তের ৯০ ভাগই নগরের বাসিন্দা

নতুন বছরের শুরু থেকেই চট্টগ্রামে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯০ ভাগই নগরের বাসিন্দা।

- Advertisement -

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩০২ জন।

- Advertisement -google news follower

তবে এদিন করোনায় মারা যাননি কেউ। মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জন।

সোমবার (১০ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ২ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -islamibank

বিআইটিআইডিতে ৩৩৬ নমুনায় ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫ নমুনায় ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ নমুনায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি শেভরন ল্যাবে ৪৮০ টি নমুনা পরীক্ষায় ২২ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৩৫ নমুনায় ২০ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৯ নমুনায় ১৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২৫ নমুনায় ৫ জন, এশিয়ান স্পেশেলাইজড হাসপাতালে ২৫৬ নমুনায় ৪ জন, মেডিকেল সেন্টারে ১৩৪ নমুনায় ৪ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া আরটিআরএলে ২৯ নমুনায় ১০ জন এবং এছাড়া এন্টিজেন টেস্টে ২২ নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের নমুনা পরীক্ষা হলেও সেটি নেগেটিভ এসেছে।

এদিন ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাবএইড এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এ নতুন আক্রান্তদের ১০১ জন মহানগর এলাকার ও ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM