চট্টগ্রামে একদিনের ব্যবধানে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগেরদিন ছিল ১১৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৯ দশমিক এক শতাংশ। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৪১০ জন।
এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৩৫ জন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ২ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫ জন, অ্যান্টিজেন টেস্টে ২১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৯ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ জনের করোনা পজেটিভ হয়েছে।
এছাড়া জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩২ জন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ১৮৭ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জয়নিউজ/হিমেল/পিডি