চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ২৬ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮৯২ জন।
এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। তবে মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ১৩টি ল্যাবে ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়।
সরকারি বিআইটিআইডিতে ৭২৫ নমুনায় ৪১ জন, চট্টগ্রাম মেডিকেলে ১১৭ নমুনায় ৩৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭ নমুনায় ১২ জনের করোনা আক্রন্ত হয়েছে।
বেসরকারি ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১২৪ নমুনা পরীক্ষায় ৪৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩১২ নমুনায় ৩৯ জন, শেভরনে ৩৯০ নমুনায় ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪৭ নমুনায় ১১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩৯ নমুনায় ১০ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৪৬ নমুনায় ৮ জনের করোনা পজেটিভ হয়েছে।
আরটিআরএলে ৩৮ নমুনায় ২০ জন, শাহ আমানত বিমানবন্দরে ২৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
তবে এদিন কোন এন্টিজেন টেস্ট, ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং ল্যাবএইডে নমুনা পরীক্ষা হয়নি।
নতুন আক্রান্ত ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/হিমেল/পিডি