চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে ৭৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন।
অবশ্য এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪০ জন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৩টি ল্যাবে ৩ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়।
সরকারি বিআইটিআইডিতে ৩৮১ নমুনায় ১১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১০ নমুনায় ৮৮ জনের শরীরে করোনা পাওয়া গেছে।
এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৭৩ নমুনা পরীক্ষায় ৩৪ জন, শেভরন ল্যাবে ৫৩৯ নমুনায় ৬৪ জন, বিআইটিআইডিতে ৩৮১ নমুনায় ১১০ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০৩ নমুনায় ৭৮ জন, এন্টিজেন টেস্টে ২৭০ নমুনায় ১২৮ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫২ নমুনায় ৫০ জন, ইপিক হেলথ কেয়ারে ১২৪ নমুনায় ৭৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১১৩ নমুনায় ১৩ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১০৩ নমুনায় ৫০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১০২ নমুনায় ১৮ জনেরর করোনা পজেটিভ হয়েছে।
এছাড়া আরটিআরএলে ৪৬ নমুনায় ৩০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালেএকটি মাত্র নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় এবং ল্যাবএইডে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
নতুন আক্রান্ত ৬৪৭ জন নগরের ও ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/পিডি