করোনাভাইরাসের সংক্রমণ হার বাড়ায় চট্টগ্রামকে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন বছরের শুরুতেই হঠাৎ সংক্রমণ গিয়ে ঠেকেছে ৩০ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৩০ জন। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৬ শতাংশ।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।
এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক লাখ আট হাজার ৩৭৬ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৪২ জনে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়।
এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৪৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১ জন, শেভরন হাসপাতাল ৯৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৬৮ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে তিনজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৬ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
নতুন আক্রান্তদের মধ্যে ৭৫৭ জন নগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
জয়নিউজ/পিডি