চট্টগ্রামে ক্রমেই বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক এক শতাংশ। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন।
এসময়ে করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন। মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৪৩ জন।
শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগর এলাকার ও ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সরকারি বিআইটিআইডিতে ৭৪৩ নমুনায় ২৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৭ নমুনায় ১২৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪০ নমুনায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি শেভরনে ৬৮৪ নমুনায় ১১১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৯৩ নমুনায় ১৩৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮৪ নমুনায় ৫৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮২ নমুনায় ৯৭ জন, ইপিক হেলথ কেয়ারে ১১৫ নমুনায় ৮১ জনের করোনা পজেটিভ হয়েছে।
এছাড়া আরটিআরএলে ২৮ নমুনায় ১২ জন এবং এন্টিজেন টেস্টে ২৩৪ নমুনায় ৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়ছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাবএইড, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, শাহ আমানত বিমানবন্দর এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
জয়নিউজ/পিডি