চট্টগ্রামে প্রতিদিনই করোনায় সংক্রমণের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন।
এদিন করোনায় কেউ মারা যাননি। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৪৩ জন।
সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে ২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৬৭৭ জন মহানগর এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এরমধ্যে বিআইটিআইডিতে ৩৮৬ নমুনায় ১১৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫৮ নমুনায় ৩৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭৪ নমুনায় ৯৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ১৫২ নমুনায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল ৪৩৩ নমুনায় ১৬২ জন, ইপিক হেলথ কেয়ারে ২৯৬ নমুনায় ১৬১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৯১ নমুনায় ৮৮ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৭১ নমুনায় ৪০ জন, , মেট্রোপলিটন হাসপাতালে ৮৭ নমুনায় ৫৩ জনের করোনা পজেটিভ হয়েছে।
এছাড়া আরটিআরএলে ৩২ নমুনায় ১৯ জন ও এন্টিজেন টেস্টে ২৯৫ নমুনায় ১৩৫ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাবএইড এবং শাহ আমানত বিমানবন্দরে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।
জয়নিউজ/হিমেল/পিডি